কোপার অষ্টম শিরোপা জিতে দেশে ফিরলো ব্রাজিল নারী ফুটবল দল

0
1


অষ্টমবারের মতো কোপা জয় করে দেশে ফিরলো ব্রাজিল নারী ফুটবল দল। কোপা আমেরিকার ফাইনালে তারা কলম্বিয়ার নারী দলকে হারায় ১-০ গোলে।

১৯৯১ সাল থেকে শুরু হওয়া নারী কোপা আমেরিকার নবর আসর আয়োজিত হল এবার। এরমধ্যে আটবারই শিরোপার ছোঁয়া পায় ব্রাজিলের নারী ফুটবল দল। তাইতো দেশে ফিরে বেশ ফুরফুরে মেজাজে ছিল ব্রাজিল নারীদের। এয়ারপোর্টে পৌছে কোপা আমেরিকা ট্রফি হাতে একে অপরের সাথে গল্প করতে দেখা যায় পুরো দলকে। কোপা আমেরিকার নবম আসর জয় করে নারী ফুটবলে এক অনন্য ইতিহাস গড়লো ব্রাজিল।

/এমএন