আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা। মাছের প্রজনন নিশ্চিতেই এই সিদ্ধান্ত। নিষেধাজ্ঞাকালীন খাদ্য সহায়তার সাথে আর্থিক সাহায্য দেয়ার দাবি জানিয়েছেন জেলেরা। নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর করতে ব্যাপক তৎপরতার কথা জানিয়েছে প্রশাসন।
১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর। এই ২২ দিন ইলিশের প্রজনন মৌসুম। মাছ শিকারে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। তাই নদী-সাগর ছেড়ে ঘাটে ফিরছে জেলেরা।
এরআগে, ছিল ৬৫ দিনের নিষেধাজ্ঞা। নদী-সাগরে পর্যাপ্ত ইলিশ ধরা পড়েনি বলে দাবি জেলেদের। ঋণে জর্জরিত অনেকে। তাই নিষেধাজ্ঞাকালে খাদ্য সহায়তা নিশ্চিতের দাবি তাদের।
বিধিনিষেধ অমান্য করে মাছ শিকারে নেমে পড়েন অনেকে। আবার প্রতিবেশী দেশের জেলেদেরও অনুপ্রবেশ ঘটে। এসব বিষয়ে নজরদারি বাড়ানোর দাবি নিবন্ধিত জেলেদের। এরইমধ্যে ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে বরাদ্দ দেয়া হয়েছে। দ্রুতই নিবন্ধিত একেকজন জেলে ২৫ কেজি করে পাবে চাল। পাশাপাশি, কঠোর অবস্থানের কথা জানিয়েছে প্রশাসন।
নিষেধাজ্ঞাচলাকালে ইলিশ পরিবহন ও বাজারজাতও বন্ধ থাকবে।
/এটিএম