ভোটে না গেলে বিএনপি আইসিইউতে যাবে: ওবায়দুল কাদের

0
1


বিএনপি এখন খরার কবলে। ভোটে না গেলে তারা আইসিইউতে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর ঘাটারচরে জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ সময় ওবায়দুল কাদের বলেন, নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে। আগুন হাতে নিলে সে হাত ভেঙে দেয়া হবে। জনগণ বিএনপির সাথে না থাকায় তাদের আন্দোলনের গতি কমছে। আর তাই তাদের অভিযোগের পাল্লাও ভারী হচ্ছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো উন্নয়ন আর কেউ করেনি। ভোট চুরির বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে খেলা হবে।

এসজেড/