পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সব সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ও সিসি ক্যামেরা থাকবে বলেও জানানো হয়েছে।
সোমবার (৩ এপ্রিল) দুপুরে নির্বাচন কমিশনের সভা শেষে নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম এই তথ্য জানান। তিনি আরও জানান, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট হবে ২৫ মে। খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ভোট অনুষ্ঠিত হবে ১২ জুন। রাজশাহী ও সিলেটে ভোট হবে ২১ জুন। ২৭ এপ্রিল পর্যন্ত মনোনয়ন দাখিল করা যাবে বলেও তিনি জানান।
নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রতিটি সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ও সিসি ক্যামেরা থাকবে। সেক্ষেত্রে, তথ্য মনিটরিংয়ের জন্য নির্বাচন কমিশনের যে নিজস্ব সিস্টেম আছে, তা দিয়ে প্রতি দুই ঘণ্টা পরপর হালনাগাদ তথ্য সংগ্রহ করা হবে।
আরও পড়ুন: আগামী নির্বাচনে ৩০০ আসনেই ভোট হবে ব্যালটে: ইসি সচিব
/এম ই