বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। রোববার (২ এপ্রিল) হঠাৎ জ্বালানি তেলের উৎপাদন কমানোর ঘোষণা দেয় উৎপাদক দেশগুলোর জোট ওপেক প্লাস। খবর রয়টার্সের।
এক বিবৃতিতে বলা হয়, মে মাস থেকে দৈনিক ১১ লাখ ব্যারেলের বেশি তেল কম উৎপাদন করবে সৌদি আরব, ইরাকসহ উপসাগরীয় দেশগুলো। ওপেক প্লাসের এ ঘোষণার পরপরই বিশ্ব বাজারে ব্রেন্ট কেলের দাম ব্যারেল প্রতি ৬ ডলার বেড়ে ৮৫ ডলার ৫৪ সেন্টে দাঁড়িয়েছে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাজারে ক্রড অয়েলের দাম বেড়েছে প্রায় সাড়ে ৫ ডলার। প্রতি ব্যারেলের দাম ২২ ডলার ৯০ সেন্টে দাঁড়িয়েছে।
রোববার সৌদি আরব এবং রাশিয়াসহ জোটের অন্যান্য দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠকের পর উৎপাদন কমানোর ঘোষণা দেয়া হয়। ধারণ করা হচ্ছিল বৈঠকে প্রতিদিন ২০ লাখ ব্যারেল জ্বালানি তেল কম উৎপাদনের ঘোষণা দেয়া হবে। তবে সেটি না করে প্রতিদিন ১১ লাখ ৬০ হাজার ব্যারেল কমানোর ঘোষণা দেয়া হয়। এই অবস্থা চলবে ২০২৩ সালের শেষ নাগাদ।
এটিএম/