রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে এই আগুন লাগে। ধোঁয়া ছড়িয়ে পড়ে চারদিকে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে আপাতত আগুন ছড়িয়ে যাওয়ার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ অগ্নিকাণ্ডের ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা পরে জানা যাবে বলেও জানানো হয়েছে।
এসজেড/