মুশফিকের প্রশংসা, জবাবে যা বললেন তামিম

0
0


সিলেটে আয়ারল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়া ২য় ওয়ানডে শেষে দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু তামিম ইকবালকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহিম।

সোমবার (২০ মার্চ) সন্ধ্যায় তামিমের সঙ্গে নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করে তার ক্যাপশনে মুশফিক লিখেছেন, মাঠে ও মাঠের বাইরে সবসময় আমাকে সমর্থন দিয়ে যাওয়ায় আজ তামিমকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন পর্যন্ত সামান্য যা কিছু অর্জন করেছি তার পেছনে একটা বড় ভূমিকা পালন করেছেন এই ভদ্রলোক (তামিম)।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়া তামিমকে অভিনন্দন জানিয়ে মুশফিক আরও লেখেন, আমার দৃষ্টিতে ১৫ হাজারের বেশি আন্তর্জাতিক রান করা তুমিই বাংলাদেশের সেরা ব্যাটার। সবকিছুর জন্য ধন্যবাদ বন্ধু। ইনশাআল্লাহ, দ্রুতই সময় তোমার পক্ষে আসবে।

মুশফিকের পোস্টে তামিমের কমেন্ট।

এদিকে, পোস্টের কমেন্টে বন্ধু মুশফিককে ধন্যবাদ জানাতে ভোলেননি তামিম ইকবাল। তিনি লিখেছেন, ধন্যবাদ বন্ধু। আজ মাঠে তুমিও অসাধারণ ছিলে।

/এসএইচ