তেঁতুলতলা কোনো সময় মাঠ ছিল না; আপাতত এটা পুলিশের সম্পত্তি: স্বরাষ্ট্রমন্ত্রী

0
0


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তেঁতুলতলা কোনো সময় মাঠ ছিল না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বুধবার (২৭ এপ্রিল) সচিবালয়ে তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ শেষে এ মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মাঠটি গণপূর্তের পরিত্যক্ত সম্পত্তি। পুলিশ, ডিসি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জায়গাটা বরাদ্দ দেয়া হয়েছে। আপাতত এটা পুলিশের সম্পত্তি। তেঁতুলতলায় নির্মাণ কাজ বন্ধ করা হবে কিনা সেটা পরের বিষয় বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

আসাদুজ্জামান খান বলেন, আলাপচারিতার জন্য মাঠটিতে মানুষ যেত। এটা আসলে ফুটবল বা টেনিস খেলার মতো মাঠ না। আন্দোলনকারীদের থানা ভবনের জন্য বিকল্প জায়গা থাকলে সে ব্যাপারে জানাতে বলেছি। তখন আমরা থানার বিকল্প স্থানের জন্য বিবেচনা করবো। ভাড়া বাড়িতে থানা হলে পুলিশের সমস্যা হয় বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

চলমান পরিস্থিতিতে কি করা যায়, আলাপ আলোচনার মাধ্যমে ঠিক করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

/এমএন