অতিরিক্ত দায়িত্ব হিসেবে কোনো কর্মকর্তাকে প্রকল্প পরিচালক না করতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২১ মার্চ) অনুষ্ঠিত একনেক সভায় তিনি এ অনুশাসন দেন। শেখ হাসিনা বলেন, অভ্যন্তরীণ প্রকল্পে দেশে সংযোজন করা প্রগতির গাড়ি ব্যবহার করা হবে। সব ধরনের কৃষিপণ্য উৎপাদন, বিশেষ করে ডাল জাতীয় শষ্য আবাদে আহ্বান জানান সরকার প্রধান।
এদিন একনেক সভায় ৯টি প্রকল্প অননুমোদন দেয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে খরচ হবে এক হাজার ৭৩০ কোটি টাকা।
সভায় জানানো হয়, ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। মার্চে আরও বাড়তে পারে। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, রেমিট্যান্স ও রফতানি বাড়ছে। ধানের উৎপাদনও ভালো। কৃষিতে জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
/এমএন