মেডিকেল ভর্তি পরীক্ষা কাল

0
3


ফাইল ছবি।

শুক্রবার (১০ মার্চ) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে মেডিকেলের ভর্তি পরীক্ষা। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে সচিবালয়ের এ সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এবার প্রতি আসনের বিপরীতে ১১ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। সরকারি ও বেসরকারি মোট ১০৮টি মেডিকেল কলেজে আসন আছে ১১ হাজার ১২২টি। ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস ও জালিয়াতি ঠেকাতে এক্সপার্টদের নিয়ে ডিজিটালি মনিটরিং করার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

/এমএন