মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে বোরহান উদ্দিন ইসলামী সোসাইটি কর্তৃক খাদ্যসামগ্র বিতরণ

0
8

শাহরিয়ার খাঁন সাকিব:বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়েছে নভেল করোনা ভাইরাস। বাংলাদেশেও এর বাইরে নয়। দেশের এ পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষগুলো অসহায়। বিপাকে পড়া অসহায় মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে মৌলভীবাজারের সমাজ উন্নয়নে আত্মনিবেদিত ঐতিহ্যবাহী সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস)।

মঙ্গলবার (৭এপ্রিল) দুপুর ২টায় মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের স্বেচ্ছাসেবী সদস্যরা নিজেদের উদ্যোগে যার যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও পৌর মেয়র আলহাজ্ব ফজলুর রহমান, সংগঠনের উপদেষ্টা শেখ শামছু তালুকদার,সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, মহাসচিব মিজানুর রহমান রাসেল, সাংগঠনিক সচিব সোহান হুসাইন হেলাল, যুগ্ম সাংগঠনিক সচিব সাইফুর রহমান চৌধুরী, অর্থ সচিব মোঃ নাজমুল হুসাইন, যুগ্ম প্রচার ও প্রকাশনা সচিব সাব্বির আহমেদ তপু, দপ্তর সচিব সিরাজুল হাসান, যুগ্ম সমাজকল্যাণ সচিব মোহাম্মদ ফয়েজ, এসএম কিবরিয়া জুয়েল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঊষার আলো সমাজকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাইদুল ইসলাম মান্না, প্রচার সম্পাদক শাহরিয়ার খাঁন সাকিব, আলোর শক্তি সমাজকল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মন্নান প্রমুখ।

শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি অন্যান্য সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি এ দুর্যোগকালীন সময়ে গরীব, অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে এই খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচী গ্রহন করা হয়। এই কর্মসূচী চলমান থাকবে কারণ মহামারীর কারণে যে সংকট সৃষ্টি হয়েছে তা আসন্ন মাহে রমজান মাসে মানুষের সিয়াম সাধনায় প্রভাব পড়বে।

তাদের এই কর্মসূচী অব্যাহত থাকবে বলে সংগঠনের নেতৃবৃন্দরা জানান।