নিয়োগ দুর্নীতি মামলায় এবার টালিউড অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। ফলে ফের অভিনেতাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
জানা গেছে, ব্যাংক অ্যাকাউন্টের নথি নিয়ে ৯ মার্চ সকাল ১০টা নাগাদ ইডি দফতরে হাজিরা দেন বনি। শান্তনু এবং কুন্তল দু’জনেই হুগলির যুব তৃণমূল নেতা। তাদের দু’জনের মধ্যে যোগাযোগ ছিল বলেই জানতে পেরেছেন তদন্তকারীরা। সে কারণেই কুন্তলকে গ্রেফতারের পর থেকে একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার মুখে পড়েন শান্তনু।
বনি সেনগুপ্ত কিংবা এজেন্ট শান্তনুকেই নয়, ১০ মার্চ কুন্তলের ঘনিষ্ঠ পার্লার মালকিন সোমা চক্রবর্তীকেও তলব করেছে ইডি। যদিও টাকা লেনদেনের বিষয়টি মেনে নিয়েছেন তিনি। সোমার দাবি, শুধুমাত্র বন্ধুত্বের খাতিরেই ব্যবসা করতে টাকা দিয়েছিলেন কুন্তল। হুগলির যুব তৃণমূল নেতা যে নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত তা তার জানা ছিল না বলেও দাবি করেছেন সোমা।
এসজেড/