২০২৪ সাল নাগাদ এভারেস্ট বেজ ক্যাম্প সরিয়ে নিতে যাচ্ছে নেপাল। দেশটির অভিযোগ, বৈশ্বিক উষ্ণতা এবং মানুষের কার্যকলাপে দিনদিন জায়গাটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে।
বর্তমানে, খুম্বু হিমবাহের ওপর বেজ ক্যাম্পটি অবস্থিত। যা পর্বতমালার ১৭ হাজার ৫৯৮ ফুট ওপরে অবস্থিত। সেখানে আরোহনের মৌসুমে প্রতি বছর প্রায় দেড় হাজার পর্বতারোহী জড়ো হন। কিন্তু, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে ক্রমাগত বরফ গলায় ক্ষতিগ্রস্থ হচ্ছে হিমবাহটি।
পর্বতারোহীদের দাবি, ঘুমানোর সময়ও বরফধসের আতঙ্কে থাকতে হয়।
জানা গেছে, বেজক্যাম্পের জন্য নির্ধারিত নতুন জায়গাটি বর্তমান বেজ ক্যাম্প থেকে ১৩শ’ ফুট নীচে। সারাবছর সেখানে তুষারপাতও হয় না।
দেশটির পর্যটন বিভাগের পরিচালক তারানাথ অধিকারী জানিয়েছেন, ইতোমধ্যে স্থানান্তরের প্রস্তুতি শুরু হয়েছে। সংশ্লিষ্ট সবার সাথে চলছে দফায়-দফায় আলোচনা ও পরামর্শ গ্রহণ।
প্রসঙ্গত, ২০১৮ সালে লিডস বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুসারে- প্রতিবছর ৯৫ লাখ কিউবিক মিটার পানি হারাচ্ছে খুম্বু হিমবাহ। যার কারণে, প্রতি বছর ৩ ফুট পর্যন্ত পাতলা হচ্ছে বেজ ক্যাম্প।
/এসএইচ