সিনিয়র রিপোর্টার, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আহমাদুল্লাহ (৩২) রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ছয়ঘাটি গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির আসামির উপস্থিতে এ আদেশ দেন। একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল হাসান জানান, ২০২০ সালের ৫ সেপ্টেম্বর সিরাজগঞ্জ-বনপাড়া মহাসড়কে আহমাদুল্লাহকে আটক করে র্যাব। এ সময় তার কাছ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়। মামলায় রাষ্ট্রপক্ষ মোট ৮ জন স্বাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করে। শুনানী শেষে বিচারক আসামির উপস্থিতিতে রোববার এ রায় প্রদান করেন।
এসজেড/