পাকিস্তানে এবার প্রেসিডেন্টকে অভিশংসনের চেষ্টা চলছে

0
3


পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভিকে ‘সংবিধান লঙ্ঘনের’ অভিযোগে অভিশংসন করার চেষ্টা চালাচ্ছে দেশটির ক্ষমতাসীন সরকার। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) থেকে নির্বাচিত জাতীয় পরিষদের সদস্য (এমএনএ) মহসিন শাহনেওয়াজ রানঝা জানিয়েছেন, শরিক দলগুলোর সমর্থন নিয়ে ঈদের পরপরই জাতীয় পরিষদের স্পিকারের সামনে বিষয়টি উত্থাপন করা হবে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

আরিফ আলভিকে অভিশংসনে অন্তত দুইটি ঘটনায় সংবিধান লঙ্ঘনের নোটিশ পেশ করে এ প্রক্রিয়াকে এগিয়ে নেবে শাহবাজ শরিফ নেতৃত্বাধীন সরকার। এরমধ্যে একটি হচ্ছে, দশম জাতীয় অর্থ কমিশন (এনএফসি) গঠনে বিজ্ঞপ্তি জারি; আরেকটি সংসদীয় কমিটিকে পাস কাটিয়ে নির্বাচন কমিশনের দুই সদস্যকে নিয়োগ দেয়া।

অনাস্থা ভোটে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর গত ১১ এপ্রিল পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শাহবাজ শরিফ। তবে, প্রেসিডেন্ট আরিফ আলভি প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াতে অপারগতা প্রকাশ করেন। তখন থেকেই নতুন সরকারের সঙ্গে প্রেসিডেন্টের বিরোধ চলছে।

/এমএন