চীনে বাংলাদেশ দূতাবাসে মিনিস্টার অ্যান্ড ডেপুটি চিপ অব মিশনের মহাপরিচালক মোহাম্মদ মোজাম্মেল হককে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একান্ত সচিব (পিএস) পদে নিয়োগ বাতিল করা হয়েছে। তার নিয়োগ বাতিল করে বুধবার (২৩ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র সচিবের কাছে চিঠি পাঠানো হয়।
মঙ্গলবার (২২ অক্টোবর) তাকে প্রধান উপদেষ্টার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালনের জন্য তার চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে অফিস আদেশ জারি করা হয়েছিল।
মোজাম্মেল হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার স্মারকটি অনিবার্য কারণবশত বাতিল করা হয়েছে বলে পররাষ্ট্র সচিবের কাছে লেখা চিঠিতে জানানো হয়।
আরএমএম/এমআইএইচএস/এমএস