বার্সেলোনার সাথে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি নবায়নে সম্মত হয়েছে ডিফেন্ডার রোনাল্ড আরাউহো। আগামী ২৯ এপ্রিল ক্যাম্প ন্যুতে সম্পন্ন হবে চুক্তিটি। এছাড়া বিশাল অঙ্কের বাই আউট ক্লজ নির্ধারণের মাধ্যমে এই উরুগুইয়ান ডিফেন্ডারের লম্বা সময়ের সার্ভিসই যেন নিশ্চিত করলো বার্সেলোনা। তথ্যটি নিশ্চিত করেছে ক্লাবটির অফিসিয়াল ওয়েবসাইট।
আগামী মৌসুমের জন্য লিভারপুল, ম্যানচেষ্টার ইউনাইটেড, চেলসির মতো বড় ক্লাবগুলোর নজরে ছিলেন আরাউহো। কিন্তু বার্সেলোনা এখনই ছাড়তে রাজি না তাদের অন্যতম ভরসার এই ডিফেন্ডারকে। সে জন্যই চুক্তি ২০২৬ সালের জুন মাস পর্যন্ত বাড়ানো হয়েছে।
সেই সাথে আরাউহোর রিলিজ ক্লজ নির্ধারণ করা হয়েছে প্রায় ১ বিলিয়ন ইউরো, যা প্রায় ৯ হাজার ২৩৮ কোটি টাকা। ২১ বছর বয়সে ২০১৯ সালে বার্সেলোনায় যোগ দেন রোনাল্ড আরাউহো।
আরও পড়ুন: গোল উৎসবের দিনে রিয়ালকে হারালো ম্যানচেস্টার সিটি
/এম ই