এবার বাড়ানো হবে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম। এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বলেন, বিশ্ববাজারে দাম বেড়েছে তাই সমন্বয় করার বিকল্প নেই।
শুক্রবার (১৭ জুন) সকালে রাজধানীতে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও তা সহনীয় পর্যায়ে থাকবে। এমন কিছু করা হবে না যা সাধারণ মানুষের জন্য বড় বোঝা হয়ে যায়। তবে বিশ্ববাজারে দাম কমলে আবার কমানো হবে বিদ্যুৎ ও জ্বালানির দাম। পরিবহন মালিকদের সাথে বৈঠক করে আগামী মাসে জ্বালানী তেলের দাম সমন্বয়ের ঘোষণা হতে পারে বলেও জানান নসরুল হামিদ।
ইউএইচ/