পেনসিলভানিয়ায় কমলার সমর্থনে নির্বাচনী প্রচারণায় নেমেছেন ডেমোক্রেট নেতা এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার (১১ অক্টোবর) পিটসবার্গ কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এ সমাবেশ। এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, সমাবেশে প্রাক্তন প্রেসিডেন্ট ওবামা ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন। সেই সাথে ব্ল্যাক নাগরিকদের কমলা হ্যারিসের পক্ষে ভোট দেয়ার আহ্বান জানান।
এর আগে, ২০১৭ সালে, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব ছাড়লে-ও মার্কিন রাজনীতিতে ওবামার ব্যাপক প্রভাব রয়েছে। ডেমোক্রেট শিবিরে তার আলাদা গুরুত্ব আছে। যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণী বিষয়ে ট্রাম্পের চেয়ে কমলা এগিয়ে। এমনটা-ই মনে করেন ওমাবা।
/এআই