বরগুনা প্রতিনিধি:
বরগুনায় দু’গ্রুপের সংঘর্ষে শফিকুল ইসলাম পনু নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (২ মে) রাত সাড়ে ১০টার দিকে সদরের আয়লা পাতাকাটা ইউনিয়নের পাকুরগাছিয়া ঠান্ডার ক্লাব নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শফিকুল পাকুরগাছিয়া এলাকার মোসলেম আলী আকনের ছেলে ও আয়লা পাতাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই ইউনিয়নের বর্তমান মেম্বার মোতাহার মৃধা ও সাবেক মেম্বার শফিকুল ইসলাম পনু গ্রুপের মধ্যে নির্বাচন সংক্রান্ত জেরে এ সংঘর্ষ ঘটে। এতে উভয়পক্ষের ৬ জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে আটক করেছে পুলিশ।
আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
এএআর/