বাণিজ্যবান্ধব আইন করার ক্ষেত্রে সরকার আন্তরিক। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নানামুখী উদ্যোগও নেয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে, সালিশ আইনে কিছু ত্রুটি আছে স্বীকার করে তিনি বললেন, অপব্যবহারও হতে পারে।
রোববার (২ এপ্রিল) সকালে বিদেশি বিনিয়োগের জন্য সালিশ আইন সংশোধন নিয়ে আলোচনা শেষে আইনমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার জানান, বাণিজ্য ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূর করতে হবে। কারণ, বিদেশি বিনিয়োগকারীরা অর্থের নিরাপত্তা চায়। সংস্কার না হলে প্রবৃদ্ধির ধারাবাহিকতা ধরে রাখা কঠিন হবে।
এতে বক্তারা বলেন, মধ্য আয় এবং উন্নত দেশে পরিণত করতে হলে প্রচুর দেশি-বিদেশি বিনিয়োগ দরকার। এক্ষেত্রে নিশ্চিত করতে হবে বিনিয়োগ পরিবেশ। তাতে বাধা হয়ে সামনে এসেছে আইন সংক্রান্ত নানান প্রতিবন্ধকতা। এক্ষেত্রে আরবিট্রেশন বা সালিশ আইন অন্যতম।
/এমএন