চলমান সংঘাতে সুদান ছেড়ে পালিয়েছেন লক্ষাধিক মানুষ, বাস্তুচ্যুত সোয়া ৩ লাখ

0
1


ছবি : সংগৃহীত

চলমান সংঘাতে সুদান থেকে পালিয়েছেন ১ লাখের বেশি মানুষ। দেশটির অভ্যন্তরেই বাস্তুচ্যুত হয়েছেন ৩ লাখ ৩৪ হাজারের ওপর বাসিন্দা। খবর রয়টার্সের।

মঙ্গলবার (২ মে) এসব তথ্য প্রকাশ করেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক এজেন্সির মুখপাত্র ওলগা সারাদো। তিনি জানান, শিগগিরই সংকট সমাধান না হলে; চরম মানবিক বিপর্যয় দেখবে সুদান।

সারাদোর দাবি, পালিয়ে যাওয়া মানুষদের মধ্যে দক্ষিণ সুদান ও সিরিয়া থেকে আশ্রিত শরণার্থীর সংখ্যাই বেশি। নিজ দেশে সংঘাতের সময় তারা আশ্রয় নিয়েছিল খার্তুমে। তাছাড়া অন্যান্য দেশের নাগরিকদের নিরাপদে সরিয়ে নিচ্ছে দূতাবাসগুলো।

এরইমধ্যে দক্ষিণ সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মে মাসের ৪ তারিখ থেকে এক সপ্তাহের অস্ত্র বিরতিতে রাজি হয়েছে বিবদমান পক্ষগুলো। সংলাপের জন্যেও তারা পাঠাবে প্রতিনিধি। ১৫ এপ্রিল থেকে ক্ষমতা দখলের লড়াইয়ে লিপ্ত দেশটির সেনাবাহিনী এবং আধাসামরিক বহর আরএসএফ। এ সংঘাতে এখন পর্যন্ত অন্তত পাঁচ শতাধিক মানুষের প্রাণহানির তথ্য মিলেছে।

এএআর/