ইসরায়েলে বিচার বিভাগীয় সংস্কার ঠেকানোর আন্দোলন পৌঁছেছে নতুন মাত্রায়। শনিবার (২৫ ফেব্রুয়ারি) তেল আবিবে চালানো হয় ব্যাপক ধরপাকড়। খবর এবিসি নিউজের।
এসময় নীতিমালা ভঙ্গ এবং প্রধান-প্রধান রাজপথ অবরোধের দায়ে ১১ জনকে গ্রেফতার দেখানো হয়। লাঠিচার্জের মাধ্যমে ছত্রভঙ্গ করা হয় বাদবাকি আন্দোলনকারীদের। সাপ্তাহিক কর্মসূচির আওতায় রাজধানীর আয়ালন হাইওয়ে অবরোধ করেন ইসরায়েলিরা। টায়ার জ্বালিয়ে বন্ধ করে ব্যস্ততম সড়কটির যান চলাচল। তাদের অভিযোগ, গণতন্ত্রের ওপর হস্তক্ষেপ করছে কট্টর ডানপন্থি সরকার। অবিলম্বে সুপ্রিম কোর্টের সংস্কারের পরিকল্পনা থেকে না সরলে সরকারের পতন ঘটবে- দেয় এমন হুমকিও।
এরপরই কঠোর পদক্ষেপ গ্রহণে বাধ্য হয় নিরাপত্তা বাহিনী। মসনদে বসার পরই বিচার বিভাগের ক্ষমতা কমানোর ওপর গুরুত্বারোপ করে নেতানিয়াহু সরকার। পাশাপাশি নিয়োগ এবং নতুন নীতিমালা প্রণয়নে বাড়বে পার্লামেন্টের এখতিয়ার।
এটিএম/