স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর:
রাজধানীর তুরাগের দিয়াবাড়ি এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাচ বাংলা ব্যাংকের ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে ডাচ বাংলা ব্যাংক থেকে বিভিন্ন বুথে টাকা রাখার জন্য গেলে ছিনতাইকারীদের কবলে পড়ে বলে অভিযোগ করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
জানা যায়, একটি সিকিউরিটি কোম্পানির গাড়িতে ১১ কোটি ২৫ লাখ টাকা সাভার ইপিজেডের ডাচ বাংলা ব্যাংকের বুথে রাখার জন্য নিয়ে যাচ্ছিল কর্তৃপক্ষ। পথে সশস্ত্র ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয়।
ঢাকা উত্তরের পুলিশের উপকমিশনার (উত্তরা জোন) মোর্শেদ আলম ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করে জানান, উত্তরা ১৬ নম্বরের সেক্টরের ১১ নম্বর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। তবে উক্ত এলাকায় কোনো সিসিটিভি ক্যামরা না থাকায় তাৎক্ষণিকভাবে অপরাধীদের শনাক্ত করা যাচ্ছে না। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সংস্থা টাকা উদ্ধার এবং দুষ্কৃতকারীদের গ্রেফতারে মাঠে নেমেছে। এই ঘটনায় তুরাগ থানায় একটি ছিনতাই মামলা দায়ের হচ্ছে।
এটিএম/