গুরুতর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা পরবর্তীতে ডায়াবেটিস, শ্বাসকষ্ট এবং হৃদযন্ত্রের জটিলতার (উচ্চ রক্তচাপ, দ্রুত হৃদকম্পন, বা পা ফুলে যাওয়া) উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে গবেষণায় উঠে এসেছে।
আইসিডিডিআরবি এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় পাওয়া গেছে এমন শঙ্কার তথ্য।
গবেষণায় অংশ নেয়াদের আক্রান্ত হওয়ার প্রথম ৫ মাসের ফলোআপ নিয়ে সম্প্রতি গবেষণা সাময়িকী দ্যা ল্যানসেট রিজিওনাল হেলথে প্রকাশিত হয় এ রিপোর্ট।
২০২০ সালের ১৫ ডিসেম্বর থেকে ২০২১ এর ৩০ অক্টোবর পর্যন্ত ঢাকায় মনোনীত ২টি হাসপাতালে চিকিৎসা নেয়াদের ওপর গবেষণা চালানো হয়। ১৮ বছরের বেশি বয়সী ৩৬২ জনের সেরে ওঠার ১ মাস, ৩ মাস ও ৫ মাস পর তাদের স্নায়ুবিক, হৃদযন্ত্র, শ্বাসকষ্ট এবং মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলো গবেষণার আওতায় আনা হয়।
গবেষণায় দেখা যায়, ৪০ বছরের কম বয়সীদের তুলনায় ৬০ বছরের বেশি বয়সীরা উচ্চ রক্তচাপ, দ্রুত হৃদকম্পন আর পা ফুলে যাওয়ার আশঙ্কা দ্বিগুণ। পুরুষদের চেয়ে নারীদের ঝুঁকি দেড় থেকে ৪ গুণ বেশি। বিশেষ করে যারা হাসপাতালের আইসিইউতে ছিলেন তাদের ঝুঁকি বেশি বলে জানা গেছে।
ইউএইচ/