করোনা ভাইরাস মোকাবেলায় হ্যান্ডবিল বিতরন করলেন ওবায়দুল কাদের

0
5

দেশে করোনা ভাইরাসে সংক্রমন সেভাবে শুরু না হলেও সরকার সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী-আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ।

এদিকে কোভিড নাইনটিন মোকাবেলায় রাজধানীতে প্রচারনা কার্যক্রম শুরু করেছে আওয়ামীলীগ। সকালে ধানমন্ডিতে আওয়ামীলীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মাধ্যমে এই কার্যক্রম শুরু করেন দলের সাধারন সম্পাদক। বিশ্বব্যাপী মহামারি আবার নেওয়া কোভিড নাইনটিন মোকাবেলায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ও দাবি করেন ওবায়দুল কাদের ।

তিনি জানান , তৃণমূল পর্যন্ত সতর্কর্তা কার্যক্রমে আওয়ামীলীগ ও এর সহযোগি সংঘটনের নেতা- কর্মীরা মাঠে থাকবেন । কোভিড ঠেকাতে সরকারের নেওয়া কার্ক্রমের সমালোচনা করার বি.এন.পি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্য ঠিক নয় বলে জানান তিনি । পরে ধানমন্ডি কার্যালয়ের আশপাশ এলাকায় কোভিড নাইনটিন সচেতনতার জন্য হ্যান্ডবিল বিতরন করেন।

করোনা ভাইরাসে সংক্রমন থেকে রক্ষা পেতে পূর্ব সতর্কতা মত বিষয়ে আপনার করনীয় উল্লেখ করে আমরা সারা বাংলাদেশেই হ্যান্ডবিল বিতরন করবো ।