পাবনায় আমবাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

0
0


পাবনা প্রতিনিধি:

পাবনার আটঘরিয়ায় একটি আমবাগান থেকে ইসহাক আলী (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ মার্চ) সকালে আটঘরিয়া উপজেলার উত্তরচক এলাকায় পৌর ভবনের পাশে শুভঙ্কর কুমারের আম বাগানে এ ঘটনা ঘটে।

আটঘরিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান, স্থানীয়রা ইসহাক আলীর মরদেহ ঝুলতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।

এএআর/