বাটলারের সহজ ক্যাচ মিস সাকিবের; পাওয়ার প্লে’তে অর্ধশতক ইংলিশদের

0
2


ছবি: সংগৃহীত

ম্যাচের ষষ্ঠতম ওভারে বল করতে আসেন নাসুম আহমেদ। তার করা বলে ইংল্যান্ড দলের অধিনায়ক জস বাটলার তুলে মারতে গেলে বল উপরে উঠে যায় কিন্তু সহজ ক্যাচ তালুবন্দি করতে পারেননি বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। অন্যদিকে, পাওয়ার প্লে শেষে ৫১ রান তুলে নেয় দুই ইংলিশ ব্যাটার।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ইংল্যান্ড। টাইগার অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাটিং করতে নেমে দুই ইংলিশ ওপেনার দেখেশুনে খেলতে থাকেন। সময় গড়ানোর সাথে সাথে রানের চাকা সচল করতে থাকেন জস বাটলার ও ফিল সল্ট।

সল্ট কিছুটা সময় নিয়ে খেলতে থাকলেও বাটলার বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন। মোস্তাফিজের করা বলে বিশাল একটি ছক্কাও মারেন এই ইংলিশ অধিনায়ক। শেষ খবর পাওয়া পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৮ ওভার শেষে বিনা উইকেটে ৬০ রান। ক্রিজে অইপরাজিত দুই ব্যাটার বাটলার আছেন ২৪ রান করে ও সল্ট আছেন ৩০ রান নিয়ে।

/আরআইএম