ব্যালন ডি’অর ২০২৩: মেসিকে ধাওয়া করছেন হাল্যান্ড!

0
3


ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াইয়ের পর সত্যিকার অর্থেই জমে উঠেছে গোল্ডেন বল জয়ের প্রতিদ্বন্দ্বীতা। ২০২২ সালের ব্যালন ডি’অর জিতেছিলেন করিম বেনজেমা। এরপর পেরিয়ে গেছে কাতার বিশ্বকাপ। আন্তর্জাতিক বিরতির পর মাঠে পুরো দমে গড়িয়েছে ইউরোপিয়ান ফুটবল। চ্যাম্পিয়নস লিগ থেকে পিএসজির ছিটকে যাওয়া এবং আর্লিং হাল্যান্ডে সওয়ার হয়ে ম্যানচেস্টার সিটির পারফরমেন্সে দেখা যাচ্ছে, ৮ম ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে মেসির চেয়েও যেন বেশি ফেভারিট নরয়েজিয়ান গোলমেশিন।

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ২০২২-২৩ মৌসুমের মাঝপথে। তাই এবার হয়তো দেখা যাবে একটি ভিন্নধর্মী ব্যালন ডি’অর। কারণ, যতদিনে ভোটগ্রহণ হবে ততদিনে বিশ্বকাপের স্মৃতি কিছুটা দূরের বলেই মনে হতে পারে। বিশ্বকাপের সাফল্য ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে প্রভাব কিছুটা না রেখেই পারে না! তবে, চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের ম্যাচগুলোও চলছে পুরোদমে।

গোল ডটকম প্রকাশ করেছে ব্যালন ডি’অর পাওয়ার র‍্যাঙ্কিং। সেখানে ২০ থেকে ক্রমন্বয়ে আসা নামগুলো হলো-

২০। এনজো ফার্নাদেজ (চেলসি/আর্জেন্টিনা),

১৯। হুলিয়ান আলভারেজ (ম্যানচেষ্টার সিটি/আর্জেন্টিনা),

১৮। গনসালো রামোস (বেনফিকা/পর্তুগাল),

১৭। কেভিন ডি ব্রুইনা (ম্যানচেষ্টার সিটি/ বেলজিয়াম),

১৬। মার্টিন ওডেগার্ড (আর্সেনাল/নরওয়ে),

১৫। নেইমার (পিএসজি/ব্রাজিল),

১৪। লিসান্দ্রো মার্টিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড/আর্জেন্টিনা),

১৩। করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ/ফ্রান্স),

১২। জুড বেলিংহাম (বরুসিয়া ডর্টমুন্ড/ ইংল্যান্ড),

১১। জামাল মুসিয়ালা (বায়ার্ন মিউনিখ/ জার্মানি),

১০। বুকায়ো সাকা (আর্সেনাল/ ইংল্যান্ড),

৯। কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড/ ব্রাজিল),

৮। রবার্ট লেভানদোভস্কি (বার্সেলোনা/ পোল্যান্ড),

৭। মার্কাস রাশফোর্ড (ম্যানচেস্টার ইউনাইটেড/ ইংল্যান্ড),

৬। খাভিচা কাভারাসখেলিয়া (নাপোলি/ জর্জিয়া),

৫। ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ/ ব্রাজিল),

৪। ভিক্টর ওসিমহেন (নাপোলি/নাইজেরিয়া),

৩। কিলিয়ান এমবাপ্পে (পিএসজি/ফ্রান্স),

২। আর্লিং হাল্যান্ড (ম্যানচেস্টার সিটি/ নরওয়ে),

১। লিওনেল মেসি (পিএসজি/আর্জেন্টিনা)

ছবি: সংগৃহীত

গতবার দ্বিতীয় ছিলেন কিলিয়ান এমবাপ্পে। চলতি মৌসুমে ৪০ গোল ও ১০ অ্যাসিস্টের পরিসংখ্যান বলছে, আগুনে ফর্মেই আছেন এই ফরাসি সুপারস্টার। টানা দ্বিতীয়বারের মতো দেশ ও ক্লাবের হয়ে মৌসুমে ৫০ গোল ছাড়িয়ে যেতে পারেন তিনি। কেবল লিগ ওয়ানের শিরোপা জিতেই যদি মৌসুম শেষ করেন এমবাপ্পে, সেক্ষেত্রে ব্যালন ডি’অর এবারও অধরা থেকে যেতে পারে এই বিস্ফোরক স্ট্রাইকারের।

পরের দুইটি নাম আর্লিং হাল্যান্ড ও লিওনেল মেসির। অর্জন ও ফর্মের দিক থেকে দু’জনই দাঁড়িয়ে আছেন বিপরীত মেরুতে। ৭টি ব্যালন ডি’অর জয় করা মেসির ধারেকাছে থাকা ক্রিস্টিয়ানো রোনালদো এখন আর নেই এই র‍্যাঙ্কিংয়ে। তবে তাকে ধাওয়া করছেন অবিশ্বাস্য ফর্মে থাকা হাল্যান্ড, যিনি এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি এবার জিতে যেতে পারেন প্রথমবারের মতো। ৪৩ গোল ও ৫ অ্যাসিস্ট করে এই নরওয়েজিয়ান গোলমেশিন জানান দিচ্ছেন, আড়ালে থাকতে তিনি আসেননি। ম্যান সিটিকে ইউরোপ সেরা করতে পারলে হয়তো এবারই ব্যালন ডি’অর উঠতে পারে এই গোল শিকারির হাতে।

ছবি: সংগৃহীত

চলতি মৌসুমে ৩০ গোল ও ২১ অ্যাসিস্টের সাথে যদি যোগ হয় অতি মানবীয় পারফরমেন্সে বিশ্বকাপ জয়, তাহলে তাকে ফেভারিট না মেনে উপায়ই নেই! তবু বলা হচ্ছে, লিওনেল মেসির হাত থেকে ফসকে যেতে পারে এবারের ব্যালন ডি’অর। কারণ, নিজের যে মান নির্ধারণ করেছেন এই আর্জেন্টাইন মায়েস্ত্রো তাতে ২০২৩ সাল শুরুর পর থেকে পারফরমেন্স যেন কিছুটা পড়তির দিকে। চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেয়ায় মেসির জন্য খুব দারুণ কিছু জয় করা এই মৌসুমে হয়ে পড়েছে কঠিন। তাই শেষ পর্যন্ত বিশ্বকাপ জয়ী মেসির সাথে হাল্যান্ডের দ্বৈরথ দেখার সম্ভাবনাই এখন বেশি।

/এম ই