বিয়ে শেষ করে বাড়ি ফেরার পথে নৌকাডুবি; কনে সহ নিখোঁজ ৭

0
8
নৌকাডুবি

রাজশাহীর শ্রীরামপুরে পদ্মায় বরযাত্রীবাহী দুটি নৌকা ডুবির ঘটনায় কনেসহ অন্তত ৭ জন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস। সকালে ঢাকা থেকে ঘটনা স্থলে পৌছায় বিআইডব্লিওটিএ’র পাঁচ সদস্যের দল। এখন পর্যন্ত নারী ও শিশু সহ দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধায় বিয়ের আনুষ্ঠানিকতা শেষে পদ্মার চরের খানপুর এলাকা থেকে দুটি নৌকায় করে পবা উপজেলার দাঙ্গিরপাড়ের উদ্দেশ্যে রওনা দেয় বৌভাতের যাত্রীরা। মাঝনদীতে বৈরী আবহাওয়ার কবলে পড়ে উল্টে যায় নৌকা দুটি।

জেলা প্রশাসক জানায় মাঝি সহ নৌকা দুটিতে ৪০ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাঁট সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নৌকাডুবি

এদিকে নিখোঁজ পরিবারে চলছে শোকের মাতম। কান্নায় ভেঙে পড়ছেন স্বজনরা।

বিআইডব্লিওটিএর ডুবুরি টিম জানিয়েছেন তারা আজ দুপুর পর্যন্ত ঘটনাস্থলের পাঁচশো মিটারের মধ্যে ও ভাটির পাঁচশো মিটারের মধ্যে তল্লাশি চালাবেন। এরপরে তারা ভাটির দিকে যাবেন।
জেলা প্রশাসক পদ্মার ভাটি এলাকার সব থানায় পুলিশ সদস্যদের দায়িত্ব দিয়ে রেখেছেন। তারা নদীর কিনারা ধরে থাকবেন এবং মরদেহ দেখতে পেলে তারা খবর দিবেন।  নৌকাডুবি


আরো পোস্টঃ গৃহবধূর উপর নির্মম নির্যাতন; মৃত্যুর আগে জানিয়ে গেলো ঘাতকদের নাম


Our Facebook Page : আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari