কোহলির ফর্মহীনতার কারণ ব্যাখ্যায় ‘ভিন্ন’ কথা বললেন আফ্রিদি

0
3


ছবি: সংগৃহীত

আইপিএল শেষ হওয়ার পর বর্তমানে স্ত্রী ও কন্যাকে নিয়ে ছুটি কাটাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক ভিরাট কোহলি। এবারের মৌসুমটা খুব একটা ভালো কাটেনি এই ব্যাটারের। অর্ধশতরানের গণ্ডি পেরিয়েছেন মাত্র দুই বার। একই সাথে গোল্ডেন ডাক করেছিলেন বেশ কয়েকবার। আন্তর্জাতিক ক্রিকেটেও সময়টা ভালো যাচ্ছে না তার। যেই কোহলিকে ভাবা হতো টেন্ডুলকারের করা আন্তর্জাতিক শতকের রেকর্ড ভাঙবেন, সেই কোহলির ব্যাটেই এখন রানের খরা।

তবে কোহলির অফ ফর্মের এই বিষয়টিকে অন্যভাবেই দেখছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদি। তার মতে, নিজেকে ছাড়িয়ে যাওয়ার সব প্রেরণা বা উৎসাহ এরইমধ্যে হারিয়ে ফেলেছেন কোহলি।

আফ্রিদি বলেন, একজন খেলোয়াড় তার সাফল্যের ব্যাপারে ক্ষুধার্ত কি না সেটি গুরুত্বপূর্ণ। আমি সবসময় এটা বিশ্বাস করি। আমি জানতে চাই কোহলি কি এখন একই মনোভাব নিয়ে খেলছে যা তার ১০ বছর আগে ছিল? নাকি সে মনে করে, ক্রিকেট ক্যারিয়ারে যা কিছু পাওয়ার সব পেয়ে গেছে কোহলি।

কিছুদিন আগে ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রীসহ বেশ কয়েকজন সাবেক তারকা কোহলিকে নিজের আপন ভূবনে গুটিয়ে নেয়ার পরামর্শ দিয়েছিলেন। যাতে করে চনমনে মানসিকতা নিয়ে আবারও ক্রিকেটে ফিরে পারফর্ম করতে পারেন সাবেক এই অধিনায়ক।

এদিকে কোহলি ভক্তদের আশা, আসন্ন ইংল্যান্ড সফরে টেস্ট ও সীমিত ওভারের ফরম্যাটে নিজের ব্যাট দিয়ে সকল সমালোচনার জবাব দেবেন কোহলি। যদিও সেটির জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু দিন।

জেডআই/