নোয়াখালীতে গাঁজাসহ আটক দুই মাদক কারবারিকে ছিনিয়ে নিলো স্বজনরা

0
3


ছবি : সংগৃহীত

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাটে গাঁজাসহ আটক দুই মাদক কারবারিকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ফরায়েজী বাজার এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে আটক মাইনুদ্দিন (৩০) ও লিটনকে (২৫) ছিনিয়ে নেয় তাদের স্বজনরা।

পরে রাত ৮টার দিকে লিটনকে পুলিশ আটক করলেও মাইনুদ্দিন এখনো পলাতক রয়েছে। স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল ফরায়েজী বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ মাইনুদ্দিন ও লিটনকে আটক করে তারা। এ সময় আসামিদের স্বজনরা আক্রমণ চালিয়ে তাদের ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় লিটনকে আটক করে পুলিশ।

কবিরহাট থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার একপর্যায়ে পুলিশ সেখানে পৌঁছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যদের উদ্ধার করে এবং পলাতক আসামি লিটনকে আটক করে। অপর আসামিকে গ্রেফতারে চেষ্টা চলছে।

এএআর/