চট্টগ্রামের লালদিঘীতে উত্তর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আগেই দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে।
সামনের সারিতে বসাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে তৈরি হয় উত্তেজনা। এসময় একে অন্যকে চেয়ার ছুড়তে শুরু করে তারা। মাইকে স্লোগান দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন শীর্ষ নেতারা। এতে ব্যর্থ হলে দুই পক্ষের মাঝখানে অবস্থান নেয় পুলিশ। ১৫ মিনিট পর পরিস্থিতি শান্ত হয়ে আসে।