সম্প্রতি বলিউড ভাইজান সালমান খান তার নতুন ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’র প্রমোশনের জন্য জন্য গিয়েছিলেন দ্য কপিল শর্মার অনুষ্ঠানে। এ সংক্রান্ত একটি প্রোমো সনি টিভি শেয়ার করেছে। যেখানে সঞ্চালক কপিলের এক প্রশ্নের জবাবে সালমান বলেন, তিনি আর কোনো নারীর সাথে ডেট করতে চান না। নারীরা জীবনে আসে, তারপর ধ্বংস করে চলে যায়। খবর দ্য হিন্দুস্তান টাইমস’র।
প্রোমোতে দেখা যায়, সালমানকে কপিল জিজ্ঞেস করছেন, বর্তমানে তিনি কাকে ‘জান’ বলার অধিকার দিয়ে রেখছেন? জবাবে সালমান বলেন, নারীরা তার জীবনে এসে জীবনকে ধ্বংস করে এবং আরেকজনের জীবন ধ্বংস করতে চলে যায়।
সালমান কপিলকে আরও বলেন, কাউকে জান বলার অধিকার দিও না। জান থেকে শুরু হয় তারপর জান নিয়ে নেয়। এরপর তারা বলে, আমি তোমাকে পেয়ে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। তারপরই বলে আই লাভ ইউ। ব্যাস এটা বলার পরই জীবন ধ্বংস।
সালমান বলেন, জান আসলে একটা অসম্পূর্ণ শব্দ। পুরো বাক্যটা হওয়া উচিত, জান নিয়ে নেব তোমার, এরপর আরেকজনকে জান বানাবো, তারপর তার জান নেব।
সালমানের এমন কথা শুনে শো’তে কপিলসহ অর্চনা পূরণ সিং হাসিতে ফেটে পড়েন।
এটিএম/