বেনজেমাকে ছাড়াই রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ

0
3


ছবি: সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে তারকা ফরোয়ার্ড করিম বেনজেমাকে ছাড়াই খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। ম্যাচটির জন্য স্কোয়াডে রাখা হয়নি এই তারকা ফরোয়ার্ডকে।

নিজেদের ঘরের মাঠ রেয়লি অ্যারেনাতে রিয়াল মাদ্রিদকে আতিথ্য জানাবে রিয়াল সোসিয়েদাদ। ম্যাচটি শুরু হবে মঙ্গলবার (২ এপ্রিল) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায়। এই ম্যাচে গতবারের ব্যালন ডি’অর জয়ীর না খেলার কোনো কারণ জানায়নি রিয়াল। এছাড়াও, এ ম্যাচে শুরুর একাদশে খেলার সম্ভাবনা নেই টনি ক্রুস, ভিনিসিয়াস জুনিয়রের।

গেলো এপ্রিল মাসটা দুর্দান্ত কাটিয়েছেন বেনজেমা। সব প্রতিযোগিতা মিলিয়ে হ্যাটট্রিক করেছেন তিনটি। যার সবশেষটি করেছেন লিগে গত শনিবার, আলমেরিয়ার বিপক্ষে ৪-২ গোলে জয়ের ম্যাচে। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭ ম্যাচে ২৯টি গোল করেছেন বেনজেমা।

লিগে ৩২ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দুইয়ে আছে রিয়াল। সমান ম্যাচে ৭৯ পয়েন্টে শীর্ষে বার্সেলোনা।

/আরআইএম