গোল উৎসব হয়েছে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের মধ্যকার প্রথম সেমিফাইনালের প্রথম লেগে। ঘরের মাঠে লস ব্লাঙ্কোসদের ৪-৩ গোলে হারিয়েছে সিটিজেনরা।
ফেভারিটের তমকা নিয়ে মাঠে নেমে রিয়ালের জালে বল জড়াতে ১০০ সেকেন্ডও সময় নেয়নি ম্যানসিটি। ক্যাভিন ডি ব্রুইনার হেডে প্রথম লিড পায় স্বাগতিকরা। ১১ মিনিটে দ্বিতীয় গোল আদায় করে নেন সিটি স্ট্রাইকার জেসুস। তবে প্রচণ্ড চাপে আরও একবার ঘুরে দাঁড়ায় রিয়াল। ৩৩ মিনিটে নিখুঁত ফিনিশিংয়ে এক গোল শোধ দেন দুর্দান্ত ফর্মে থাকা বেনজিমা।
৫৩ মিনিটে সিটির হয়ে তৃতীয় গোল করেন ফোডেন। দুই মিনিট পর অসাধারণ নৈপুণ্যে অনবদ্য এক গোল করে স্কোর লাইন ৩-২ করেন রিয়াল ফরোয়ার্ড ভিনিসিয়াস। ম্যাচের ৭৪ মিনিটে সিটির লিড বাড়ান বার্নাডো সিলভা। আর ৮২ মিনিটে বেনজিমা দ্বিতীয় গোল করলেও ৪-৩ গোলে হারতে হয় লস ব্লাঙ্কোসদের।
ইউএইচ/