রাজধানীর হাতিরঝিলে প্রতিপক্ষের ছুরির আঘাতে শিপন নামে এক কিশোর নিহত হয়েছে।স্বজনরা জানায়, বিভিন্ন বিষয় নিয়ে শিপন মানিকের গ্রুপের সঙ্গে আজাদ সুমন গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিলো।
বিভিন্ন সময় এইদুই গ্রুপ সংঘর্ষে ও লিপ্ত হয়।গত রবিরার ২৩ তারিখ রবিবার আনুমানিক রাত নয়টায় হাতিরঝিলের মধুবাগ ব্রিজ এলাকায় মটরসাইকেল করে যাচ্ছিল শিপন ও মানিক।এ সময় প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা শিপন ওমানিককে ছুরির আঘাত করে।গুরুত্বর অবস্থায় মেডিকেলে আনা হলে রাত এগারটার দিকে শিপন মারা যায়।নিহত শিপন মটরসাইকেলের ওয়ার্কশপের মেকানিক ছিল।ঘটনাসূত্র আরো ও জানা যায় ৩-৪ বছর আগের শত্রুতা ছিল ।