দুর্গাপূজাকে ঘিরে কোনো অপতৎপরতা সহ্য করা হবে না: আইজিপি

0
3


ছবি- সংগৃহীত

শারদীয় দুর্গা উৎসব নিয়ে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি বা অপতৎপরতা করলে সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। বলেন, সারা দেশে ৩২ হাজার পূজা মণ্ডপে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সাথে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ শহরের নবাব সলিমুল্লাহ রোডে রামকৃষ্ণ মিশনে দুর্গাপূজার আয়োজন পরিদর্শন করেন আইজিপি। এ সময় তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, সারাদেশের মণ্ডপগুলোতে সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী পূজার নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছে। কয়েক জায়গায় ছোটখাটো ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে। যেকোনো অপতৎপরতা রুখতে আইনশৃঙ্খলাবাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, যেকোনো অপতৎপরতা রুখে দিতে পুলিশবাহিনী প্রস্তুত রয়েছে।

/এনকে