যুক্তরাষ্ট্রে অল্পের জন্য ভালুকের কবল থেকে প্রাণে বেঁচে গেছেন ওয়েস্ট ভার্জিনিয়ার একটি স্কুলের প্রধান শিক্ষক। সোমবার (১ মে) জেলা এলিমেন্টারি স্কুলে ঘটে নাটকীয় এ ঘটনা। খবর ফক্স নিউজের।
জানা গেছে, প্রতিদিনের মতোই আর্বজনার বক্সটি পরিষ্কারের জন্য স্কুল প্রাঙ্গনে যান জেমস মার্শ। ডাস্টবিনের ঢাকনা খুলতেই লাফ দিয়ে ওঠে বিশালাকার এক কালো ভালুক। ভয়ে সামনের দিকে দৌড় দেন মার্শ। প্রাণীটিও পালিয়ে যায় জঙ্গলের দিকে। তবে, এতে কারোই কোন ক্ষয়ক্ষতি হয়নি।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
আর, পুরো ঘটনাটি রেকর্ড হয়ে যায় স্কুলের সিসিটিভি ক্যামেরায়। যা, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে রাজ্যের শিক্ষা বিভাগ। মুহূর্তেই হয়ে যায় ভাইরাল। ধারণা করা হচ্ছে, রাতে খাবারের সন্ধানে আসা ভালুকটি আটকা পড়েছিলো ডাস্টবিনে।
/এসএইচ