মুক্তির খবরে কারাগারের বন্ধু কবুতরের জন্য বিষণ্ন হয়ে উঠলেন আসামি

0
2


যশোর কেন্দ্রীয় কারাগারে ভালোই কাটছিল জীবন। হঠাৎ মুক্তির খবর পান মিজান। কিন্তু এ খবর আনন্দ নয় বিষণ্নতার জন্ম দিয়েছে মিজানুরের মধ্যে। এই বিষণ্নতার কারণ কবুতর যাদব আর রাজা। জেলে মিজানুরের বন্দি সময় কেটেছে যাদব আর রাজার সাথে। শেষমেষ কারা কর্তৃপক্ষের সাথে কথা বলে মুক্তির সময় মিজানুর বাড়িতে নিয়ে যান যাদব আর রাজাকে। এক পর্যায়ে যাদবের মৃত্যু হলেও রাজাকে নিয়ে বেশ সুখেই কাটছে মিজানুরের জীবন।

মিজানুরের বাড়ি ঝিনাইদহ সদরের বাকড়ি গ্রামে। হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি সে। টানা ২২ বছরের বেশি সময় ছিলেন কারাগারে। থেকেছেন ঝিনাইদহ, ঢাকাসহ যশোরের কেন্দ্রীয় কারাগারে। যশোরে থাকাকালীন একাকীত্ব কাটাতে একঝাঁক কবুতরের সাথে বন্ধুত্ব গড়ে তোলেন মিজানুর। ধীরে ধীরে রাজা আর যাদবের সাথে বাড়তে থাকে সখ্য।

কারাজীবন শেষে কর্তৃপক্ষের সাথে কথা বলে, রাজা-যাদবকে বাড়িতে নিয়ে যান মিজানুর। তবে বাড়িতে ছোট্ট দুর্ঘটনায় মারা যায় যাদব। বাকি থাকে রাজাবাবু। পরিবারের অংশ হয়েই যেন দিন পার করছে প্রিয় কবুতরটি। কবুতর আর কয়েদির এমন ব্যতিক্রম ভালোবাসায় মুগ্ধ স্থানীয়রা।

গেল ২ জুন যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান যাবজ্জীবন কারাভোগ করা মিজানুর রহমান।

/এডব্লিউ