এবারের ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা-প্রাণহানি কমেছে: যাত্রী কল্যাণ সমিতি

0
2


এ বছর ঈদ যাত্রায় মহাসড়কে দুর্ঘটনা হয়েছে ৩০৪টি, এতে ৩২৮ জনের মৃত্যু হয়েছে। ২০২২ সালের তুলনায় এবারের ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা কমেছে ১৮ দশমিক ২ শতাংশ। সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমেছে ২১ দশমিক ১ শতাংশ।

মঙ্গলবার (২ মে) সকালে রাজধানীর সেগুনবাগিচায় এ তথ্য তুলে ধরেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

সংগঠনটির মতে, এবারের ঈদযাত্রায় আহত হয়েছেন ৫৬৫ জন। সড়ক, রেল ও নৌ পথে সম্মিলিতভাবে ৩৪১টি দুর্ঘটনায় ৩৫৫ জন নিহত ও ৬২০ জন আহত হয়েছেন। আহতের সংখ্যা কমেছে ৩৩ শতাংশ। এ বছর দুর্ঘটনার হার বেশি মোটরসাইকেলে।

যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব জানান, এবারের ঈদে ১৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৭ জন নিহত ও ১২০ জন আহত হয়েছেন। এছাড়া রেলপথে ১৭টি দুর্ঘটনায় ২২ জন, নৌপথে ১০টি দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন।

যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে, সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করায় দুর্ঘটনা কমেছে সত্য; কিন্তু সড়কে ব্যবহার উপযোগী পরিবহন না থাকার কারণেই অধিক দুর্ঘটনা ঘটেছে। এছাড়া গেল কয়েক বছরের তুলনায় এ বছর ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে। তবে সড়কে অস্বাভাবিক হারে মোটরসাইকেল বাড়ার কারণে ও সড়কে শৃঙ্খলার অভাবে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় প্রাণহানি হচ্ছে।

ইউএইচ/