পৃথিবীর মোট কাজের ৭০ ভাগ নারীরা সম্পাদন করছে: তথ্যমন্ত্রী

0
4


তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি।

পৃথিবীর মোট কাজের ৭০ ভাগ নারীরা সম্পাদন করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বললেন, সরকারের নারীবান্ধব কর্মসূচি গ্রহণের ফলেই দেশে নারীরা আজ গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে। নারী নেতৃতের দিক থেকে পৃথিবীর অনেক দেশের মধ্যেই বাংলাদেশ অন্যতম।

বুধবার (৮ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে যুব মহিলা লীগ আয়োজিত নারী দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

হাছান মাহমুদ আরও বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্যই পরিকল্পিতভাবে পঞ্চগড়ের ঘটনা ঘটানো হয়েছে। সম্প্রতি রাজধানীতে বোমা বিস্ফোরণের মতো যে কয়েকটি ঘটনা ঘটেছে, সেগুলো পরিকল্পিত নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

বিএনপি পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, এ ব্যাপারে নারী নেত্রীসহ সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

/এমএন