খেলা হলে আয়ারল্যান্ডের টার্গেট হবে ২০ ওভারে ১৮৫ রান

0
4


ছবি: সংগৃহীত

সিলেটে এই মুহূর্তে হচ্ছে তুমুল বৃষ্টি। পিচসহ মাঠের অধিকাংশ ঢাকা রয়েছে কাভার দিয়ে। সবশেষ খেলা শুরুর সময় রাত ৯টা ৩৩ মিনিট নির্ধারণ করেছেন ম্যাচ অফিশিয়ালরা। কারণ, রাত ১১টা ৫৭ মিনিটের মধ্যে শেষ করতে হবে ম্যাচ।

কার্টেল ওভারে নতুন লক্ষ্য পেতে পারে আইরিশরা। একদিনের ম্যাচে সর্বনিম্ন ২০ ওভার খেলা হতে হবে। না হলে ডাকওয়ার্থ লুইস মেথডে পড়বে না ম্যাচ।

বাংলাদেশের দেয়া ৩৫০ রানের লক্ষ্য তাই কমে আসবে। সেক্ষেত্রে খেলা হলে ২০ ওভারে আইরিশদের সামনে লক্ষ্য হবে ১৮৫ রান। আর ৯টা ৩৪ মিনিট পার হলেই পরিত্যক্ত হবে বাংলাদেশের অনেক অর্জনের ম্যাচটি।

আরও পড়ুন: বসন্তে মুশফিক ফিরলেন কালবৈশাখীর রূপে

/এ এইচ