তিন ঘণ্টা ধরে গাইলেন টেইলর সুইফট

0
4


টেইলর সুইফট (বিবিসি থেকে নেয়া ছবি)।

নতুন করে আবারও আলোচনায় জনপ্রিয় পপ তারকা টেইলর সুইফট। ‘মিডনাইট’ অ্যালবাম দিয়ে পুনরায় জনপ্রিয় ধারায় ফিরেছিলেন। এবার আলোচনায় নিজের এরাস কনসার্টের কল্যাণে।

টেইলরের কনসার্টটি শুরু হয়েছে গত ১৭ মার্চ থেকে। বিশ্বের বহু শিল্পীই বিভিন্ন স্থান মিলিয়ে দীর্ঘ ট্যুর ও কনসার্ট করে থাকেন। মহামারী ও অন্যান্য কারণে এসব ট্যুর ও কনসার্ট কমে গিয়েছিল। এর সঙ্গে যুক্ত হয় টিকিট বিক্রির প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা ও দুর্নীতি। তবে সবকিছু পেরিয়ে টেইলর তার ট্যুর শুরু করলেন।

জানা গেছে, অ্যারিজোনার গ্লেনডেলে তার প্রথম কনসার্টটি  ছিল ৩ ঘণ্টা ১৫ মিনিটের। সেখানে ৪৪টি গানে পারফর্ম করেছেন টেইলর। টিকিট বিক্রি শুরু হতেই এক দিনে ২৪ লাখ টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে, সাইটে ঢুকেছিলেন ১ কোটি ৪০ লাখ টেইলর-ভক্ত। গ্লেনডেলের প্রথম কনসার্টে দর্শক সংখ্যা ছিল ৭০ হাজার। যেকোনো শিল্পীর জন্য এটি একটি বড় ব্যাপার। তাই বলাই যায় দুর্দান্ত সূচনা করলেন টেইলর।

/এসএইচ