মেয়েকে গলাটিপে, ছেলেকে ফাঁস দিয়ে হত্যা; মায়ের মাথায় হাতুরির আঘাত!

0
5

রাজধানীর দক্ষিণখানের উদ্ধার তিন মরদেহের ময়নাতদন্ত হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন মেয়েকে গলা টিপে ও ছেলেকে ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। আর তাদের মায়ের মাথায় রয়েছে হাতুরির আঘাতের চিহ্ন।
এদিকে ঘটনার পর থেকে নিখোঁজ নিহতের স্বামী রাকিব।

দক্ষিণখানের একটি বাসায় ৯বছর ধরে পরিবার নিয়ে থাকতেন বিটিসিএল এর উপসহকারী প্রকৌশলী রাকিব উদ্দিন।
শুক্রবার রাতে বাসাটি থেকে উদূদার করা হয় রাকিব উদ্দিন এর স্ত্রী মুন্নি বেগম ও তাদের দুই শিশু সন্তানের মরদেহ।

এখনো নিখঁজ রাকিব। স্থানীয়রা জানান বুধবার থেকেই নিহত মুন্নির স্বজনরা রাকিবের খোঁজ করছিলো।
আগেও কয়েকবার তার নিখোঁজের সংবাদ প্রচার হয় এলাকায়।

নিহত মুন্নির চাচাতো ভাই মামুনের দাবি লোনের দায়ে জর্জরিত ছিল রাকিব। ঘটনাস্থল থেকে একটি ডায়রি পাওয়া গেছে।
ডায়রিতে রাকিব লিখে গেছেন, “ছেলে মেয়ে ও আমার স্ত্রী যাতে কারো বোঝা না হয় এর আমি এই মার্ডার করলাম এবং আমাকে পাওয়া যাবে রেললাইনে।”

এমন প্রশ্নের উত্তর দিতে রাকিবের সন্ধান পাওয়া জরুরী। তাই তার খোঁজ পেতে জোর চেষ্ঠা চালাচ্ছে থানা-পুলিশ। সেই সাথে বাড়ির সামনে থাকা সিসিটিভি ফুটেজ উদ্ধারের চেষ্ঠাও চলছে।

তবে হত্যা ধরেই তদন্ত চলছে বলে জানিয়েছেন উত্তরার ডিসি নাবিদ কামাল।