আজ দেশে ফিরবে বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

0
7
বিশ্ব চ্যাম্পিয়ন
বিশ্ব চ্যাম্পিয়ন
বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল আজ বিকাল পৌনে পাঁচটায় দেশে পৌছাবে। বিমানবন্দরে আকবর হৃদয়দের বরণ করার পর বিসিবি তে দেয়া হবে সংবর্ধনা। এটি নিশ্চিত করেছেন বোর্ডের ন্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

এছাড়াও বিশ্ব চ্যাম্পিয়ন অনূর্ধ্ব উনিশ দলকে বহনকারী বিমানকে টার্মিনালে দেয়া হবে ওয়াটার স্যালুট। বিশ্ব চ্যাম্পিয়নদের শুভেচ্ছা জানাতে ইতিমধ্যেই সাছতে শুরু করেছে ক্রিকেট বোর্ড।

দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য বলে কথা! তাই তো বিসিবিতে এখন মাশরাফি, মুশফিকদের পরিবর্তে আকবর, ইমনদের দখলে।
বিশ্ব চ্যাম্পিয়নদের বরণ করতে সাজ সাজ রব বিসিবিতে। সুবিশাল ব্যানারে ছেয়ে গেছে মিরপুরের হোমআপ ক্রিকেট। স্টেডিয়ামে করা হয়েছে আলোকসজ্জার ব্যবস্থা।

বুধবার বিকাল চারটা পঞ্চান্নের দিকে এমিরেটস এয়ারলাইন্সের বিমানে ডাকায় ল্যান্ড করবে বিশ্বকাপ জয়ী দল। ক্রিকেটারদের সম্মান জানাতে এয়ারপোর্টে দলকে বহনকারী বিমানকে দেয়া হবে ওয়াটার স্যালুট।

বিমানবন্দরে ক্রিকেটারদের ফুলেল শুভেচ্ছা জানাবে বিসিবি। এরপর বোর্ডের বাসে করে দলকে নিয়ে আসা হবে মিরপুরে। এখানে ক্রিকেটারদের সংবর্ধনা দেবে বোর্ড। কেক কাটার পাশাপাশি থাকবে ডিনারের ব্যবস্থা।

যুব দলের হেড কোচ নাবিদ নাওয়াজ, ট্রেইনার রিচার্ড স্টোনিয়ার সহ বিদেশী কোচিং স্টাফদের সাথে চুক্তি শেষ বিসিবির। এখন ট্রফি জয়ী এই কোচিং প্যানেল এর সাথে চুক্তির মেয়াদ বাড়াতে চায় বিসিবি।


ক্রিকেটে ইতিহাস গড়লো বাংলাদেশ


Connect wit us on Facebook :