তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করলো চীনের নয়টি যুদ্ধবিমান ও একটি ড্রোন। রোববার (২ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করে স্বায়ত্তশাসিত অঞ্চলটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর রয়টার্সের।
খবরে বলা হয়েছে, শনিবার (১ এপ্রিল) ভোর ৬টার দিকে মেডিয়ান লাইন ক্রস করে উড়োযানগুলো। সেগুলোকে তাড়া করতে যুদ্ধবিমানের একটি বহর পাঠায় তাইওয়ান। প্রস্তুত করা হয়েছিল ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও। তবে মুখোমুখি কোনও সংঘাত হয়নি। তবে আগ্রাসী এই আচরণের জন্য মৌখিক হুমকি দিয়েছে তাইপে প্রশাসন।
এদিকে চীন বরাবরই তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ বলে দাবি করে। ইস্যুটি নিয়ে গত কয়েক বছর যাবত তুঙ্গে রয়েছে উত্তেজনা। সম্প্রতি যুক্তরাষ্ট্রে যান তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় বেইজিং। এবার তাইওয়ানের আকাশসীমায় যুদ্ধবিমান উড়িয়ে স্পষ্ট হুমকি দিল শক্তিধর দেশটি।
এএআর/