ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমেছেন কোটি কোটি ক্রিকেট পাগল মানুষ

0
6

হাজার মাইল দূরে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা নিশ্চিত হতেই আন্ন্দ উচ্ছাসে বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট প্রেমী।
মুহুর্তেই বাসা বাড়ি থেকে বেরিয়ে নেমে আসেন রাস্তায়। বেরিয়ে পড়েন আনন্দ মিছিল নিয়ে।

খেলা পাগল দেশবাসী প্রথমবারের মতো পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন। যুব বিশ্ব কাপ ক্রিকেটের নতুন চ্যাম্পিয়ন বাংলাদেশ। বহু কাঙ্খিত বিশ্ব সেরা এমন অর্জনে আনন্দ উল্লাসে মেতে উঠতে সময় নেয় নি কোটি কোটি ক্রিকেট প্রেমী। উচ্ছ্বাসে ভাসতে শুরু করেছে পুরো দেশ।

জয় নিশ্চিত হতেই বিভিন্ন শহরে ক্রিকেট প্রেমীরা বেরিয়ে পড়েন আনন্দ মিছিল নিয়ে। ক্রিকেটারদের প্রত্যাশা পূরণে দারুণ খুশি সমর্থকরা। ছিল সমর্থকদের বাধ বাঙা উল্লাস। পাড়া মহল্লার সব আনন্দ মিছিলে ছিল ক্রিকেট ভক্তদের ভিড়।