মে মাসের মধ্যে অডিটরদের এফআরসিতে নিবন্ধিত হতে হবে

0
5


আগামী মে মাসের মধ্যে অডিটরদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলে (এফআরসি) নিবন্ধিত হতে হবে। তা না হলে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিসহ জনস্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অডিট করার সুযোগ থাকবে না।

সোমবার (২০ মার্চ) সকালে ক্যাপিটাল মার্কেট জার্নালিষ্ট ফোরাম (সিএমজেএফ) টকে এ কথা বলেন এফআরসি চেয়ারম্যান ড. হামিদ উল্লাহ ভূঁঞা। বলেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পুঁজিবাজারে তেমন সক্রিয় নয়। এরা শুধু শেয়ার ব্যবসা করছে। তালিকাভুক্ত কোম্পানির ৩০ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে থাকা প্রয়োজন। কিন্তু এ সংক্রান্ত কোনো বিধিমালা নেই।

ড. হামিদ উল্লাহ ভূঁঞা আরও বলেন, পুঁজিবাজার উন্নয়নের জন্য এই কাউন্সিল প্রতিষ্ঠা করা হয়েছে। বিধিমালা চূড়ান্ত হলে কোম্পানির আর্থিক প্রতিবেদন তৈরিতে জালিয়াতি অনেকটাই কমে যাবে। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাবে। প্রয়োজনীয় জনবল নিয়োগের পর তালিকাভুক্ত কোম্পানিতে মনোযোগ বাড়াবে এফআরসি।

/এমএন