রাশিয়ার আহ্বান উপেক্ষা করেই সেভেরোদোনেৎস্কে চলছে ইউক্রেনীয় সেনাদের লড়াই

0
1


ছবি: সংগৃহীত

রাশিয়ার আত্মসমর্পণের আহ্বান উপেক্ষা করে সেভেরোদোনেৎস্কে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা। বুধবার বেসামরিকদের সরে যাওয়ার সুযোগ দিলেও তা গ্রহণ করা হয়নি। খবর বার্তা সংস্থা এপির।

মস্কোর অভিযোগ, সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে কিয়েভ। দাবি, সেভেরোদোনেৎস্ক থেকে বেরিয়ে যেতে ১২ ঘণ্টার জন্য চালু হয়েছিল মানবিক করিডোর। তবে ইউক্রেনীয় সেনাদের কারণে এই পরিকল্পনা ভেস্তে গেছে।

পূর্বাঞ্চলে যুদ্ধের কেন্দ্র হয়ে ওঠা শহরটিতে আটকা পড়ে আছেন অন্তত ১২ হাজার মানুষ। অ্যাজত রাসায়নিক কারখানায় আশ্রয় নিয়েছে শিশুসহ ৫ শতাধিক বেসামরিক নাগরিক।

চলতি সপ্তাহের শুরুতেই বাকি দেশের সাথে বিচ্ছিন্ন হয়ে যায় শহরটির সাথে যোগাযোগ ব্যবস্থা। রুশ হামলায় গুড়িয়ে দেয়া হয় প্রতিটি সেতু। এর ফলে দেখা দিয়েছে খাদ্যসহ জরুরি পণ্যের তীব্র সংকট। টানা যুদ্ধের কারণে ত্রাণ নিয়ে প্রবেশ করতে পারছে না স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও।
আরও পড়ুন: রাশিয়া-নির্ভরতা কমাতে ইসরায়েল-মিশরের সাথে চুক্তি ইইউ’র
ইউএইচ/